চোপড়ার রাস্তায় জনসম্মুখে পরকীয়ার অভিযোগে এক যুবতীকে বেদম পেটাই করা হয়েছে

পরকীয়া
তমাল সাহা

ভালোবাসার সংজ্ঞা কি
কে জানে, আমি কি জানি?
তুমি একে কী বলো পরকীয়া!
ভালোবাসা
রক্তপাত নিয়ে এসে দাঁড়ায় তখনি!

কে কে পরকীয়া করেছিল
তারা তো মহান
বই পড়ে জানতে হয় সেসব কাহিনী।
কবিদের কবিতায়
প্রচুর নারীদের নাম পাওয়া যায়
কেউ-ই নয় তাদের সহধর্মিণী!

বনলতা কে? খোঁজে কেন সুচেতনাকে?
নীরাকে ঋতাকে মনসৃজাকে খোঁজে কারা?
কবিতা নামে নেই কি কোন পরকীয়া?
সে-ই তো দাঁড়িয়ে থাকে অন্যরূপে
ভালোবাসাকে দেয় পাহারা!
রবীন্দ্রনাথও খোঁজেনি কি এমন কিছু
ভালোবাসা হাঁটে পরকীয়ার আগুপিছু?

লক্ষ্মীপুর গাঁ চোপড়ায়
যুবতীটি রক্তাক্ত
রাস্তায় উল্টে পাল্টে কাতরায়।
নারীটি অসামাজিক
স্বামী ছিল তবুও মেতেছিল পরকীয়ায়!

কত শিল্প-সৃজন কত রাজনৈতিক বিপ্লব
অন্তরালে আছে প্রিয় নারীটি, পরকীয়ার চোরাটান।
সেই সব পাঠে কত রমণীয় সুখ
সেই সব কত ধ্রুপদী আখ্যান!