আমার দুটি চোখ শুধু পৃথিবীর মানুষের দিকে। আজ নাকি বিশ্ব জনসংখ্যা দিবস! আমার তো একটাই স্লোগান—
মানুষ বাড়াও! মানুষ বাড়াও! রাষ্ট্র তাড়াও।

মানুষ বাড়াও
তমাল সাহা

রাষ্ট্রসংঘ বলছে,
আজ বিশ্ব জনসংখ্যা দিবস।
যে জানে তো সে জানে!
আমি বুঝি এটাই সাচ্চা দিবস
এ দিবসটারই আছে শুধু মানে।
যে বোঝে সে তো বড় সমঝদার
আমার তাদেরকেই খুব দরকার।

এ বিষয়ে বিশদ বলতে পারেন সমাজ বিশারদ
জনসংখ্যা কমলে বাড়লে কি বিপদ।
আমি শুধু জানি মানবই সম্পদ।

আমি মুখ্যু মানুষ
শুধু বুঝি জনসংখ্যা বাড়লে রাষ্ট্রেরই লাভ
অগণন মানুষকে করা যায় শোষণ।
আমাদেরও লাভ
অগণন মানুষ, জনশক্তির সে কী দাপট!
সে কী বিশাল জন-আয়োজন!
তারাই, তারাই শুধু রাষ্ট্রকে করতে পারে উৎপাটন।

তাই আমার সোচ্চার উচ্চারণ–
কাছে এসো হাতে হাত রাখো পাশাপাশি দাঁড়াও
স্লোগানকে করো মহা-রাজনীতিকরণ–
মানুষ বাড়াও! রাষ্ট্র তাড়াও!