অবতক খবর,১১ জুলাই: গ্যাস সিলিন্ডার খুললেই বের হচ্ছে জল । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার ভীমপুর থানার যোগিনীদেহ এলাকায় । স্থানীয় গ্যাস গ্রাহকের অভিযোগ তিনি কৃষ্ণগঞ্জ ইন্ডিয়ান গ্যাস অফিসে গ্যাস বুক করেন । আজ সকালবেলায় ইন্ডিয়ান গ্যাস অফিস থেকে ডেলিভারি ম্যান ভীমপুরের তরুণ চক্রবর্তীর বাড়িতে গ্যাস দিয়ে আসে । পরে দেখা যায় তার বাড়ির গ্যাস জ্বলছে না ।

তখন বাড়ির মালিক তরুণ চক্রবর্তী গ্যাস সিলিন্ডার নাড়িয়ে দেখেন ভেতরে ছল ছল করছে । এরপর মুখে পেরেক দিতেই বেরিয়ে আসে হর হর করে জল। স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে হতবাক । তরুণ বাবু সাথে সাথে ইন্ডিয়ান ডেলিভারি ম্যানকে ফোন করেন । তিনি গিয়ে ওই গ্যাস সিলিন্ডারটি সংগ্রহ করে নিয়ে আসেন এবং অন্য একটি সিলিন্ডার পাল্টে দেন ।

ইন্ডিয়ান অয়েল এর গ্যাসের কর্মীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন সিল করা সিলিন্ডার কিভাবে জল আমরা বলতে পারব না । বিষয়টি তিনি উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন । প্রশ্ন উঠেছে এখানে,এমনিতেই গ্যাসের দাম আগুন তার ওপরে সিলিন্ডারে জল থাকায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে ।