অবতক খবর,১৪ জুলাই,নববারাকপুর : একটি গাছ। একটি প্রাণ ।গাছ লাগান ।প্রাণ বাঁচান।প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষ ছেদন নয় বৃক্ষরোপণ একান্ত জরুরি। ১৪ জুলাই সপ্তাহ ব্যাপী শুরু হল অরণ্য সপ্তাহ।

রবিবার সকালে অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পরিবেশ সচেতনতায় বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সবুজায়নে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলক রাজোরিয়ার ঐকান্তিক উদ্যোগে নববারাকপুর থানার ব্যবস্থাপনায় থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়া থেকে প্রধান শিক্ষক স্থানীয় ব্যবসায়ী ও পথচলতি সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ফুল ও ফলের চারাগাছ তুলে দেওয়া হয় এদিন।

খুদে পড়ুয়া থেকে তাদের অভিভাবক রাও বেজায় খুশি ও আনন্দিত ।থানার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।এক অভিভাবক জানান তার সন্তান কে যেভাবে লালন পালন করে বড় করবেন ঠিক তেমনি ভাবে গাছের সযত্নে পালন রক্ষণাবেক্ষণ করা হবে। ফল ফুল দেবে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন থানার এসআই সমীরণ দাস ও অর্ণব মিস্ত্রি। থানার বিভিন্ন আধিকারিক রা ফল ও ফুলের গাছ তুলে দিলেন এদিন।