অবতক খবর,১৭ জুলাই,নববারাকপুর : একটি গাছ। একটি প্রাণ।গাছ লাগান ।প্রাণ বাঁচান। বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ একান্ত জরুরি।বৃক্ষ ছেদন নয়। বৃক্ষ রোপন আশু প্রয়োজন।অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে নববারাকপুর পুরসভা ও মাস্টার কেবল নেটওয়ার্কের যৌথ উদ্যোগে ১৪ জুলাই থেকে পুরসভার ১৫নং ওয়ার্ডে ড. এপিজে আবদুল কালাম নামাঙ্কিত উদ্যানে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।পুরসভার ২০ টি ওয়ার্ডে লাগাতার চলছে এই চারাগাছ রোপন।
প্রতিটি ওয়ার্ডে পুরপ্রধান ও স্থানীয় পুর প্রতিনিধি দের সন্মিলিত উদ্যোগে ২০ টি করে বিভিন্ন ফল ও ফুলের গাছ রোপন করা হচ্ছে।চলবে ২৮ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার পুরসভার ১ নং ওয়ার্ডে সরোজ শিশু উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, স্থানীয় পুর প্রতিনিধি হৃষিকেশ রায় সহ মাস্টার কেবল নেটওয়ার্কের সদস্যরা।পুরপ্রধান বলেন বিশ্ব উষ্ণায়ন রোধে গাছ লাগাতেই হবে।একটি গাছ। একটি প্রাণ।
শ্লোগান কে সামনে রেখে শহর সবুজায়নে নববারাকপুর পুরসভা ও মাস্টার কেবল নেটওয়ার্কের যৌথ উদ্যোগে পুরসভার ২০ টি ওয়ার্ডে ২০ টি করে বিভিন্ন ফল ও ফুলের গাছ রোপন করা চলছে।