অবতক খবর,১৭ জুলাই: বর্তমান পরিস্থিতিতে বাজারদর একেবারে অগ্নিমূল্য, আকাশ ছোঁয়া। সেই জায়গায় দাঁড়িয়ে বাজারে গেলে সাধারন মানুষের নাভিশ্বাস উঠছে, পকেটে পড়েছে টান।
ফলে প্রতিদিনের বাজারের বাজেটে কাটছাট করছে সেটা সাধারন মানুষ।আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কে একটু স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিল ভাটপাড়ার এক সমাজসেবী সংস্থা।
আজ থেকেই শুরু করা হলো শ্রমজীবী বাজার। মূলত নিত্যপ্রয়োজনীয় শাক সবজি বাজার দর থেকে অত্যন্ত স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে সামগ্রী। আর এই বাজার থেকে সামগ্রী কিনে যথেষ্টই খুশি সাধারণ মানুষ। কারণ অগ্নিমূল্য বাজারে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
আজ থেকে শুরু হয়ে প্রতি ছুটির দিন এই বাজার বসানো হবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে। ভাটপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙ্গা কালিতলা এলাকায় বসছে এই শ্রমজীবী বাজার।