অবতক খবর,১৯ জুলাই,মলয় দে নদীয়া:-তোলাবাজির টাকা দিতে না চাওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ ভোরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের গোয়াড়ী বাজারে। আহত ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ।
অভিযোগ দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়। একটি গুলি তার পায়ে লাগে। পিস্তল দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন ঐ ব্যক্তি। জানা গিয়েছে আহত ব্যক্তি কৃষ্ণনগর নগেন্দ্র নগরের বাসিন্দা, পেশায় মাছ ব্যবসায়ী। সে প্রতিদিন কৃষ্ণনগর পাত্র বাজারের মাছ বিক্রি করে। আজ সকালে গোয়ারী বাজারে আরতে মাছ কিনতে যায়। তখন তার কাছ থেকে স্থানীয় এক দুষ্কৃতী তোলাবাজি টাকা দাবি করে।
সে টাকা দিতে রাজি না হওয়ায় আগ্নেয় অস্ত্র দিয়ে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপর তার কাছে থাকা ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল কেড়ে নেয়া হয় এবং তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি তার পায়ে লাগে। তার দাদা সমীর ঘোষ বাধা দিতে গেলে তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি করে বলে অভিযোগ। যদিও গুলি তার গায়ে লাগেনি এরপর তাকে মারধর করে টাকা কেড়ে নেওয়া হয়। আহত ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানা পুলিশ।
ঘটনার পর ওই অভিযুক্তরা পলাতক। তার খোঁজে সন্ধ্যান চালাচ্ছে পুলিশ।