এপারে ওপারে যা ঘটছে
তমাল সাহা

১)

ওপারে
কোটা বিরোধী আন্দোলনে লাশ পড়ছে
এপারে
বড় কবিরা চুপ করে আছে
দুই একটা ছোট কবি অবশ্য ফুঁসছে

এপারে
হাজার হাজার প্রজন্ম পথে বসে ধুঁকছে
দলের কোটায় অযোগ্যদের চাকরি মিলছে

কবিরা জানে প্রেমের চেয়ে বড় কিছু নেই
তারা ভালোবাসেই চলে…

জ্যোৎস্নার জল, বৃষ্টির জল ধারা বেয়ে নামছে
তোমার বুকে মাথা রাখি, এসো অরিত্র–
এসব ভালোবাসাটাসা লিখছে।

২)

ওপারেও শাসিকা এপারেও শাসিকা
ওপারেও পুলিশ এপারেও পুলিশ
দলদাস আজ্ঞাবাহী বন্দুকটা তুলিস
এপারেও গুলি ওপারেও গুলি
উড়ে যায় যৌবনের খুলিগুলি

দালালেরা দাঁড়ে বসে উলঙ্গতা দেখে
গুলির শব্দ শোনে, গান গায় বুলবুলি!

৩)

গুলি খেয়েছে লাশগুলি
অথবা
গুলিকে খেয়েছে লাশগুলি

আমি চেয়ে থাকি লাশগুলির দিকে

অসময়ে কিভাবে বসন্তের ফুল ফোটে!
আমি মাথা নিচু করে
হাতে তুলে নিই ছিন্ন পলাশগুলি

৪)

পুলিশ ছুড়বে গুলি,
মানুষ মরবে না?

তা হবে না, তা হবে না।
তাহলে খেলবো না।