অবতক খবর,২২ জুলাই,মলয় দে নদীয়া :-মুখ্যমন্ত্রী নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এবার নদীয়াতে শুরু হল ন্যায্য মূল্য আনাজপত্র বিক্রি করার জন্য একটি গাড়ি। গাড়িটি আজ কৃষ্ণনগর জেলা প্রশাসন ভবন থেকে গাড়ির শুভ উদ্বোধন করলেন জেলাশাসক এস অরুণ প্রসাদ।

প্রসঙ্গত দেখা যাচ্ছে বিভিন্ন বাজারে চড়া দামে সবজি বিক্রি করা হচ্ছে। যা কিনতে গিয়ে যথেষ্টই নাজেহাল হয়ে উঠছে সাধারণ মানুষ, হয়তো কোথাও টাস্ক ফোর্স নামছে কোথাও আবার বিডিও থেকে শুরু করে জেলা সভাধিপতিরাও।

এইবার সারা রাজ্যের পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগরে শুরু হলো, বেশ কয়েকটি ন্যায্য মূল্যে আনাজপত্র বিক্রি করার জন্য বিভিন্ন ব্যবস্থার গাড়ি। যা জেলার বা শহরের বুকে বিভিন্ন প্রান্তে থাকবে এই গাড়ি যেখানে সাধারন মানুষ ন্যায্য মূল্যে বিভিন্ন আনাজ কিনতে পারবে।