অবতক খবর,২৪ জুলাই,মলয় দে নদীয়া:- রাজ্যজুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক, আর এরই প্রভাব পড়ল নদীয়ায় বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিপুরে আলুর বাজারে । প্রতিদিনই সেই বাজার গুলিতে লরি লরি আলু আসতো, কিন্তু হঠাৎই আলু ব্যবসায়ী সমিতির এই হঠাৎ সিদ্ধান্তে এখন মুখ থুবড়ে পড়েছে বাজার গুলি।

বর্তমানে ৫০ টাকা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বাজারে। তাতেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তর। তবে আলু ব্যাবসায়ীরা জানাচ্ছেন, বিগত দিনে তারা ৫ বস্তা করে দিনে আলু বিক্রি করতেন, বর্তমানে আলুর যোগান না থাকায় আলু বিক্রি তো দূরের কথা মানুষ আলু নাম মাত্র কিনছে। আগে যে ব্যক্তি ২কেজি আলু কিনতেন তারা কিনছেন ২৫০ গ্রাম। ৫০ টাকা আলুর বাজার হওয়ায় এখন বিক্রিও সেরম নেই বাজারে।

খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, এখন থেকে যেভাবে আলু ঢোকা বন্ধ হয়েছে তাতে করে দুই-একদিনের মধ্যে আরও দাম বাড়বে আলুর, আর সমস্যার সম্মুখীন হতে হবে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তের। ছোট বড় আলু ব্যবসায়ীরা সাফ জানিয়েছেন, এই ধর্মঘট অবিলম্বে তুলে নেয়া উচিত, না হলে যেমন বিপদে পড়বে সাধারন মানুষ তেমনি ব্যাপক ব্যবসায় ক্ষতি হবে তাদের।

তবে এই আলুর দাম কমার জন্য সাধারণ মানুষ এই ধর্মঘটের বিরোধিতা করেছেন। তারা বলছেন এই ভাবে ৫০ টাকা করে আলু কেনা সাধারণ মানুষের কাছে অত্যন্ত অসুবিধের। তবে মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্যে পর বাজারে আলু সস্তা হবে আশাবাদী তারা। এখন দেখার এই যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট তা কতদিন বহাল থাকে নাকি সরকার কোন কড়া পদক্ষেপ গ্রহণ করবে।