অবতক খবর,২৫ জুলাই: ফের দুষ্কৃতীদের কাছে আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। বুধবার রাতে চোপড়ার আমতলা গ্রামে আসামি ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ(Police)। জানা গিয়েছে, গতকাল রাতে চোপড়া থানার পুলিশের একটি দল ওই গ্রামে পুরোনো একটি মামলার আসামি ধরতে গিয়ে আক্রান্ত হন।

ধারালো অস্ত্রের আঘাতে চোপড়া(Chopra) থানার একজন এসআই, একজন এএসআই ও গাড়ির চালক সহ মোট চারজন পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেই রাতেই শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।এদিকে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী সেই আমতলা গ্রামে গিয়ে অভিযোগ তোকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে এর ফলে গোটা গ্রামে ব্যাপক আতঙ্ক রয়েছে।

যদিও এখনো অবধি এই ঘটনায় সন্দেহজনকভাবে একজন মহিলাকে আটক করেছে পুলিশএদিকে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে।জখম চার পুলিশ কর্মী। যদিও পুলিশ সুপার জানিয়েছেন, ২ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অপহরণ মামলায় অভিযুক্তকে ধরতে গতকাল গভীর রাতে আমতলা এলাকায় হানা দেয় চোপড়া থানার পুলিশ। অভিযুক্তর বাড়িতে পৌঁছলে তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। আহতদের মধ্যে পুলিশের গাড়ির চালকও রয়েছেন। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে চোপড়া থানার পুলিশ। অভিযুক্ত পলাতক।