আজ সেই কবি ও গীতিকার রজনীকান্ত সেনের জন্মদিন

চড়ুই বাবুই ও মোটা কাপড়/তমাল সাহা

সেই একটি ছোটবেলার কবিতা লিখেই আমাদের চেতনায় দিয়েছো শান
তুমি কত সহজেই দেখিয়ে দিয়েছো কাকে বলে মুক্তি স্নান।
বাবুই ও চড়ুই দুটোই ছোট পাখি
কে অহংকারী কে বিনয়ী
সহজ শব্দের বুননে
আমাদের বুঝতে রইলো না আর বাকি!
প্রকৃতির কুঁড়েঘরেই লুকিয়ে থাকে শিল্প
অন্যের পাকা ঘরে থাকা
সে তো পরাধীনতা,
স্বাধীনতা নেই বিন্দুমাত্র, হতে পারে না স্বাধীনতার বিকল্প।
পরের ঘরে থেকে অনেকে বাঁচতে পারে দুর্যোগে তাতে কি আসে যায়?
নিজের ঘর দুলুক না ঝঞ্ঝাবিধ্বস্ত হাওয়ায়
জীবন বেঁচে থাকে সংগ্রামের রাস্তায়।

এখনো হৃদয়ে বেজে ওঠে সুর
মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই–
এইসব সহজ শব্দের কারুকাজে তোমার লেখা চেতনার গান
দেশ জুড়ে উঠেছিল স্বদেশপ্রেমী তুফান।