অবতক খবর,২৯ জুলাই,মলয় দে নদীয়া :-2023 সালের 9ই আগস্ট কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল বগুলার বাসিন্দা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর।
আর সোমবার তিথি মতে স্বপ্নদ্বীপের বাৎসরিক কাজ সম্পন্ন করবেন তার পরিবার। আর সেই ঘটনার প্রায় এক বছর পরও স্বপ্নদ্বীপের মৃত্যুর জন্য দায়ী দোষীদের এখনো সাজা না হওয়া নিয়ে সোমবার আক্ষেপ করলেন স্বপ্নদীপ এর মা। প্রসঙ্গত গত বছর 9ই আগস্ট রাতে যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় স্বপ্নদ্বীপের।
অভিযোগ ওঠে রাগিং এর শিকার হয়েছিলেন ওই ছাত্র। আর এই ঘটনা নিয়ে তখন তোলপাড় হয়েছিল রাজ্য। মুখ্যমন্ত্রী সরাসরি পরিবারের সাথে কথা বলেন বাড়িতে উপস্থিত হয়েছিলেন প্রশাসন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক সরকারি আধিকারিক থেকে শুরু করে বিরোধী বিভিন্ন দলের নেতৃবৃন্দ কিন্তু সেই ঘটনার পর অভিযুক্তরা গ্রেফতার হলেও প্রায় এক বছর কেটে গেলেও এখনো সাজা পাননি তারা।
আর সোমবার ছিল তিথি মতে স্বপ্নদীপ এর বাৎসরিক কাজ। স্বপ্নদ্বীপের মা এবং বাবা আইনের ওপর সম্পুর্ন আস্থা রেখে দোষীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন আরো একবার।