ভাস্কর
তমাল সাহা
চুলগুলি এলোমেলো কোঁকড়ানো
অবয়বটি পুরো মানুষ ভুলানো।
গালে ছোট কাঁচাপাকা দাড়ি
মজবুত হাত নিপুণ কারিগরি।
শ্রম ও শ্রমিককে গুরুত্ব দিতেন তিনি
বিমূর্ত হয়ে উঠতো সাঁওতাল রমণী।
ছেনিহাতুড়িতে তৈরি হয় পণ্য।
তিনি গড়ে তোলেন শিল্প ভাস্কর্য
তিনি আমাদের রামকিঙ্কর, আচার্য!
এইসব মুখ দেখলেও সুখ
নিরাময় যাবতীয় অসুখ।
তিনি নাকি অন্ত্যজ মানুষ!
শিল্পী দুর্দান্ত ভয়ংকর।
তোমার পায়ে মাথা রাখি
হে আমার গুরু রামকিঙ্কর!