ডোম চাই ডোম
তমাল সাহা
মানুষের শেষ পরিণতি
মৃত্যুযজ্ঞ-হোম।
বেরিয়েছে বিজ্ঞাপন—
ডোম চাই, ডোম।
আমরা চাইনা ত্রাণের চাল
চাইনা ব্যাগভর্তি গম।
আমরা হতে চাই—
ডোম! ডোম! ডোম!
বাবু, আমায় বানাও ডোম।
আমি ইঞ্জিনিয়ার বাবু
আমি বিএ-এমএ পাশ।
কাজে নিলেই শিখে নেব
কেটে দেব মর্গের লাশ।
মাত্র দুটি ডোম চাই, ডোম।
প্রার্থী আট হাজার যুবক-যুবতী।
ডাঃ নীলরতন সরকার দেখছে
আকাশ থেকে বলছে—
জোর ছুটছে রথ,উন্নয়ন ও প্রগতি