অবতক খবর,৮ আগস্ট: বুদ্ধদেব ভট্টাচার্যের সিঙ্গুরের জমি নীতি ভুল ছিল। তার সততা, নিষ্ঠা আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। সিঙ্গুর নিয়ে বুদ্ধদেব বাবু, প্রাক্তন শিল্প মন্ত্রী নিরুপম সেন ও আমাদের সাথে প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী যে সমঝোতায় এসেছিলেন, তার দল সেটা যদি মেনে নিত, তাহলে সিঙ্গুরে শিল্প হতো।

আর কারখানা হয়নি বলে সিঙ্গুরে ক্ষোভ, দুঃখ, যন্ত্রণার চিহ্ন রয়ে গেছে। সিঙ্গুরে শিল্প হলে রাজ্যে শিল্পনয়োনের বার্তা হতো। যে জমি ফেরত হয়েছে তা সম্পূর্ণভাবে কৃষি জমি হয়নি। তাই সিঙ্গুর কৃষি ও শিল্প থেকে বঞ্চিত হয়েছে।

একথা বলেন সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক তথা সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য।