অবতক খবর,৯ আগস্ট: ভঙ্গ হল স্বপ্ন পারলেন না জিততে সোনা ,বদলে আসলো রুপো ।নীরজ চোপড়া সোনা পাবেন ধরে
নিয়েই উৎসবের সব পরিকল্পনা তৈরি ছিল ।তবে ওপর দিকের যোদ্ধা ছিল আরও বেশি শক্তিশালী
হয়তো এড়িয়ে যাবার লক্ষে তার এই পরাজয় ।নীরজ ২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সে সোনা
জিতেছিলেন ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে।সেই দূরত্ব প্যারিসে ছুড়লে ষষ্ঠ স্থানে শেষ করতে হত ভারতীয়
অ্যাথলিটকে। গত তিন বছরে নীরজ উন্নতি করেছেন।

প্যারিসে ছুড়েছেন ৮৯.৪৫ মিটার।
রুপো এনে দিয়েছেন দেশকে। কিন্তু তিনি যে শ্রেষ্ঠ নন, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন
পাকিস্তানের আরশাদ। উন্নতি যে তিনিও করেছেন, সে দিকে নজর ছিল না কারও।

গত তিন বছরে নীরজ কখনও ৯০ মিটার পার করতে পারেননি।সেখানে আরশাদ ৯০-এর গণ্ডি পার করেছেন।
বিভিন্ন প্রতিযোগিতায় সোনা জিতে নীরজ বলেছেন, “আমার লক্ষ্য ৯০ মিটার
যেখানে নীরজের লক্ষ্যটাই পাকিস্তানি প্রতিপক্ষ পূরণ করে ফেলেছেন, সেখানে নীরজকে
সম্ভাব্য চ্যাম্পিয়ন বাছার মধ্যে ভুল তো ছিলই ।নীরজ বার বার বলেছেন, তাঁর লক্ষ্য ৯০ মিটার।
কিন্তু শুরু থেকেই আরশাদের লক্ষ্য ছিল আরও দূরে কিন্তু শেষ পর্যন্ত প্যারিসে সবাইকে ভুল প্রমাণ করে
আরশাদ টপকে গেলেন নীরজকে।