অবতক খবর,১০ আগস্ট: ভাটপাড়া-জগদ্দল-নৈহাটির মানুষের ভোগান্তি রোধে এগিয়ে এলেন নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল বিশাল এলাকা নিয়ে এই হসপিটাল কিন্তু এই হসপিটালে নেই কোন ইমার্জেন্সি পরিষেবা নেই ভালো ডাক্তার নেই নিরাপত্তা। হসপিটালে যত্রতত্র ঘুরে বেড়াতো বিড়াল কুকুর। সেই যন্ত্রণা কিছুটা মুক্তি পেয়েছে রোগীরা।
বহুদূর দুরান্ত থেকে এই ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে চিকিৎসার জন্য আসে। সাংসদ পার্থ ভৌমিক তার সংসদ কোটার টাকা থেকে ২ কোটি টাকা ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল এবং দু কোটি টাকা নৈহাটি স্টেট জেনারেল হসপিটাল কে আরো ঢেলে সাজাবার জন্য মঞ্জুর করেছেন।
এতে খুশি এলাকার নাগরিক থেকে শুরু করে হাসপাতালে কর্মীরা। আজ শ্যামনগরে রবীন্দ্রভবনে এক কর্মী সভায় এই অর্থের কথা ঘোষণা করেন পার্থ ভৌমিক উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ ত্রিবেদী এবং ব্যারাকপুরের এসডিও। বিধায়ক সোমনাথ শ্যাম সহ পৌরসভার কাউন্সিলাররা।