অবতক খবর,১০ আগস্ট,সংকল্প দে: বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল যাঁকে বীরভূমের বাঘ বলা হয়। বর্তমানে তিনি দিল্লির তিহার জেলে রয়েছেন। সঙ্গে তাঁর একমাত্র কন্যা সুকন্যা মণ্ডলও রয়েছেন।

তাই তাঁদের দ্রুত জেল মুক্তির জন্য শুক্রবার জুম্মার নমাজের পর পাথরচাপুড়িতে দাতাবাবার মাজারে চাদর চড়িয়ে মানত করলেন দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রকিবুল খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পাশাপাশি নানুরের কয়েকজন তৃণমূল কর্মীও হাজির ছিলেন। প্রিয় কেষ্ট দা ও তাঁর কন্যার জেল মুক্তির জন্য পাথরচাপুড়িতে দাতাবাবার মাজারের সামনে শতাধিক দুঃস্থ মানুষকে দুপুরের খাবারও খাওয়ানো হয়।

দাতা বাবার মাজারে তাঁরা আর্জি জানান, তাঁদের প্রিয় কেষ্ট দা স্বমহিমায় নিজভূমে ফিরে আসুন। উল্লেখ্য, সম্প্রতি গরুপাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। তবে ইডির দায়ের করা মামলায় অনুব্রতর জামিনের আবেদন এখনও ঝুলে আছে হাইকোর্টে।