আমার বোধবুদ্ধি
তমাল সাহা

১)
এবার বুঝলাম
আর জি কর-এর ঘটনা
ছোট্ট ঘটনা নয়,
নয় সাজানো ঘটনা।

উনি ফার্স্ট ট্রাকে বিচার চাইলেন
চাইলেন ফাঁসি
আমি প্রাণিত বুঝলাম—
একেই বলে অনুপ্রেরণা!
আর বুঝলাম
কাকে বলে বিচ্ছিন্ন ঘটনা

২)
লক্ষ্মীর ভাণ্ডার দিলাম,দিলাম কন্যাশ্রী
রূপশ্রীও দেওয়া হয়ে গিয়েছে
নারীদের বাকি আছে আর কোনো শ্রী?
নে এবার তবে ধর্ষিতাশ্রী!

৩)
আমরা তো পাপিষ্ঠ জননী জনক
জন্ম দিলাম জাতিকা জাতক
রক্ষা করতে পারলাম না তাদের
তাহলে আমরাই তো ঘাতিকা- ঘাতক!

৪)
গান ও স্লোগান দুটি শব্দ
তাতে একটি কমন শব্দ গান
কন্ঠে থাকুক গান স্লোগান
হাতে থাকুক দুর্জয় গান