অবতক খবর,২৬ আগস্ট: নন্দীগ্রামে ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেসের স্থানীয় এক নেতা। গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল জানার উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

গোপাল জানার অভিযোগ, বিজেপি কর্মী সমর্থক তাকে ফাঁকা রাস্তায় ডেকে নিয়ে গিয়ে লোকসভা পরবর্তী হিংসা মামলার কেশ তুলে নেওয়ার কথা বলে। এই প্রসঙ্গে বচশা শুরু হয় তারপর গোপাল জানার উপর বিজেপি কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। এমনকি গাছের ডাল ভেঙ্গে মারধর করে এবং ঢালাই রাস্তার উপর ফেলে মারধর করে ফেলে রেখে পালিয়ে যায়।

তার আরো দাবি, তিনি তৃণমূল কংগ্রেস করে বলে তার উপর এই আক্রমণ। কোন রকমে বাড়িতে খবর দিলে গোপাল জানার বাবা এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পুলিশ প্রশাসনের চেষ্টায় বাড়ি থেকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তী করানো হয়েছে।

আহত তৃণমূল কর্মী বাবা হিমাংশু জানার অভিযোগ, তার ছেলেকে প্রাণে মেরে ফেলতে পারে এই আশঙ্কা রয়েছে। নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গর দাবি, গোকুলনগর এলাকার মহেশপুর বাজারে তৃণমূলের একটি পথসভা ছিল আর জি কর কান্ড ও গোকুলনগরে মহিলা তৃণমূল কর্মী ও তার নাবালিকা মেয়ের উপর বিজেপির নির্যাতনের প্রতিবাদে। এই প্রতিবাদ সভা থেকে বাড়ি ফেরার পথে অঞ্চল নেতৃত্ব গোপাল জানার উপর বিজেপি কর্মী সমর্থকরা আক্রমণ করে।

যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি নেতা সাহেব দাসের বক্তব্য, এটি একটি ব্যাক্তিগত টাকা-পয়সা লেনদেন নিয়ে ঝামেলা। তৃণমূল সেটিকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে।