অবতক খবর,২৬ আগস্ট: প্রাক্তন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠকে বলেন পশ্চিমবঙ্গে কোথাও আইন আছে বলে আমার মনে হয় না, পশ্চিমবঙ্গ সরকারের নেতা মন্ত্রী সান্ত্রী, মুখ্যমন্ত্রী তারা যদি আইন মেনে চলতো, তাহলে বাংলা আজ অপরাধীদের সর্ব রাজ্য হতো না। এ বাংলায় আরজিকরের মত ঘটনা ঘটতো না।
আইন এবং বেয়াইন এর মধ্যে যে ফারাক সেটা তৃণমূল এবং তাদের সরকার বুঝতে পারে বলে আমি মনে করি না সাংবাদিক বৈঠক থেকে এ কথা বললেন অধীর। যেখানে পশ্চিমবঙ্গের সর্বত্র নৈরাজ্য, সেখানে পশ্চিমবঙ্গের সরকার আইনের কথা বলে আইনকেই হাস্যকর এ পরিণত করেছে।
অধীর আরো বলেন তৃণমূল দলের বিরোধিতা করলেই তারা তো গালাগাল দেবেন। কে লাশ উঠাতে কে লাশ বাঁচাতে এসব আমাদের জানা নেই বললেন অধীর তিনি আরো বলেন পশ্চিমবঙ্গে কোন আইন নেই পশ্চিমবঙ্গের নৈরাজ্য চলছে। পশ্চিমবঙ্গের শুধু লাশ নয়, এখানে চিকিৎসক প্রথমে ধর্ষক তারপরে খুন হয়ে যাওয়ার পর লাশের রূপান্তরিত হয়।
আর সেই লাশ লোপাট করার জন্য যারা রক্ষাকারী, যারা সেই লাশকে তথ্য প্রমাণ উধাও করার জন্য তাড়াতাড়ি শ্মশান ঘাটে, তাদের ক্ষমতার ব্যবহার করেন আমি মনে করি তারাই লাশ লোপাট করতে তারাই রাজনীতি করেন বলে আমি মনে করি বললেন অধীর।