আর কতটা
তমাল সাহা

কতটা পদক্ষেপ হলে তাকে মিছিল বলে
কতটা পদধ্বনি হলে মৃত্তিকা থরথর কাঁপে

কতটা মুষ্টি বজ্রের মতো হলে ভেঙে ফেলে লৌহ কপাট
কতটা জেদ তেজোদীপ্ত হলে আকাশ ফাটায়

কতটা গান গাইলে দুর্বার
শাসকের বুক কেঁপে ওঠে
কতটা স্লোগান তুললে সোচ্চারে
মানুষের ভাষা পায়

বর্বরতা‌ কতটা নির্মম নৃশংস হলে
তাকে মৌন মুখর বলে
আর কতজন ধর্ষিতা হলে
মৃতার দেহ স্কন্ধে তুলে তুমি রুদ্র নটরাজ হবে

গান স্লোগান মিটিং মিছিল মোমবাতি মশাল অনেক তো হলো
পদাতিকেরা কতটা অগ্নিহোত্রী হলে
মেশিনগানের শব্দ শোনা যায়
আগুন ও আলো যুগপৎ দেখা যায়!