সাবধান, হুশিয়ার
তমাল সাহা
সাবধান! হুশিয়ার!
পুলিশ দেখালো মাত্র এক হাত—
কতসব মাল মসলা মজুদ আছে।
তাহলে?
অন্য হাত দেখানো এখনো বাকি—
কত সব বারুদ অস্ত্র অনুষঙ্গ উপাদান
তোমার জন্য গোলাঘরে তোলা আছে!
সিমেন্টিং ব্যারিকেড টিয়ার গ্যাস জলকামান কারগো কন্টেইনার
খরচা হলো কত কোটি কোটি?
তাহলে আসল লড়াই, যুদ্ধ যদি বাঁধে
পুলিশি সন্ত্রাস কেমন হবে,
কেমন হবে রাষ্ট্রীয় ভ্রূকুটি!
রাস্তায় পড়ে থাকবে নাকি
শত শত লাশ, ফুঁড়ে যাওয়া বুক,
উড়ে যাওয়া রক্তাক্ত করোটি?