কবিতার শত-শতবর্ষ যাত্রা
তমাল সাহা
কবিতা শত-শতবর্ষের দিকে যায়…
সকলেই জানে কবিতা মানে
অনুভব ইঙ্গিত সংকেত রহস্যময়তা
কখনো বিবরণী–কবিতার সত্তায়।
কবিতা দৌড়তে থাকে, বিভিন্ন তার গতি
কবিদের হাতে কলম সৃজনের সম্মতি।
কবিতা চরম থেকে চরমতম আধুনিক হলো,
কবিদেরও চরমতম আধুনিক হালচাল।
বলা হলো না সেইসব কবিদের কথা
যারা জেল খাটে
যাদের মৃত্যু হলো গোপনে বা প্রকাশ্যে গুলিতে,
রাস্তা ময়দান রক্তে লালে লাল।
লেখা হলো না কোন কবিরা শাসকের দালাল!
মেরুদণ্ডহীন কবি লিখে যায়
শিরদাঁড়া সতেজ রাখার কবিতা (!)!
অসহায় নিরুপায় এই শব্দজীবী
চাপড়ে যায় শুধু মাথা।