আজ পুলিশ দিবস। আমার কথা–

এক)
এতো রক্ত!

পুলিশ করছে কি?
একহাতে ঝাড়ু
অন্যহাতে জলের বোতল।
এই হচ্ছে সেই চাষির রক্ত
যাকে রাষ্ট্র করেছে কোতল।

রাস্তায় রক্ত মানে তো রক্তাক্ত পথ!
লড়াকু জেহাদ, জঙ্গি শপথ।

ছবিঃ দেখুন নিচে।

দুই)
পরিক্রমা

রাষ্ট্রীয় মস্তান পুলিশ বলেছে,
‘ক্র্যাক দেয়ার হেডস–
ওদের মাথা দাও গুঁড়িয়ে’।
এবার তবে হও হলধর বলরাম
লাঙলের তীক্ষ্ণ ফলা দাও ঘুরিয়ে।

কত আর খাবে তুমি মার!
সহ্যেরও আছে একটা সীমা।
এবার রাষ্ট্রবধের পালা—
তুলে নাও হাতিয়ার
নতুন পৃথিবী হবে পরিক্রমা।

তিন)
খারাপ কথা, ভালো কথা

পুলিশ আমাকে
প্রথম লক আপে বলেছিল,
বোকাচোদা!
দ্বিতীয় লক আপে এই সেদিন বলেছে,
বালেশ্বর বাল!

এবার আমি যদি বলি,
শুয়ারকা বাচ্চা!
তুই কোন হরিদাস পাল?
এটা কি হয়ে যাবে
খুব বাজে গালাগাল!

ছবি: রাস্তায় কিষানের রক্ত সাফাইয়ের কাজে ব্যস্ত পুলিশ হরিয়ানায়।