অবতক খবর,৫ সেপ্টেম্বর: একদিকে আন্দোলন অন্য দিকে পরিষেবা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের।
রাজ্য জুড়ে একদিকে আর জি কর এর অভয়ার নৃশংস মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলন অনশন, অন্য দিকে নিজেদের দায়িত্ব থেকে সরে যেতে পারছেন না ডাক্তারেরা। এদিন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ চত্বরে বিল্ডিং এর বাইরে অস্থায়ী অভয়া ক্লিনিক তৈরি করে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা।
তারা তাদের দাবি থেকে যেমন অনড়, তেমনি সহরণ রোগীদের যাতে দূর্ভোগে না পড়তে হয় সেই কারণে তাদের নতুন করে পরিষেবা দিতে শুরু করলেন। অন্যদিকে এই সময়ে যাতে রক্ত সংকট না হয় সেই বিষয় কে মাথায় রেখে অভয়া রক্তদান মঞ্চ তৈরী করা হয়েছে যেখানে সমস্ত ডাক্তার ও সাধারণ মানুষ প্রতিনিয়ত রক্তদান করে চলেছেন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর তাগিদে।