অবতক খবর ,৮ সেপ্টেম্বর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। মায়ের আগমনের বাকি আর মাত্র এক মাস। ক্লাব সংগঠন গুলি ইতিমধ্যেই চূড়ান্ত ব্যস্ততা খুঁটিপুজো উদ্বোধন ঘিরে।রবিবাসরীয় দুপুরে নববারাকপুর পুরসভার ১২ নং ওয়ার্ডের বঙ্কিম চ্যাটার্জি রোডে ৬৬ তম বর্ষের চারের পল্লী সার্বজনীন দুর্গাপুজোর খুঁটিপুজো উদ্বোধনে এলাকাবাসীর উদ্দীপনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এদিন।

প্রথা মাফিক পুরোহিত মন্ত্র উচ্চারণে মহিলা দের শঙ্খ ও উলু ধ্বনি এবং ঢাক কাশী ঘন্টা বাজিয়ে খুঁটিপুজো করে বেশ সাড়ম্বরে পালিত হল খুঁটিপুজো। পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক তথা পুর প্রতিনিধি সুদীপ ঘোষ জানান বেশ জাকজমক ভাবে চারের পল্লী দুর্গাপুজোর খুঁটিপুজো উৎসবের সূচনা করল।এলাকার মা মাসিমারা পিসিরা বরিষ্ঠ নাগরিক রা সন্মিলিত ভাবে উপস্থিত থেকে।প্রতি বছরের মতো এবছর ও চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি মন্ডপ সজ্জা এবং প্রতিমাতে বেশ ভালো সাড়া ফেলবে এলাকাবাসীর মনে দাগ কাটবে।

উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি প্রদ্যুৎ পাল, যুগ্ম সম্পাদক সুদীপ্ত রায, শুভদীপ বোস, কোষাধ্যক্ষ মিঠুন দে সহ পুজো কমিটির বর্ষীয়ান সদস্যরা।