অবতক খবর : দুর্গা পুজোর বিজয়া দশমীর দিন সকালে খুন হয়ে গিয়েছিল হাজিনগর পানবস্তির রাজু কুর্মি। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিল পিন্টু শর্মা। দীর্ঘ একমাস কেটে গেলেও পিন্টুর কোন খোঁজ করতে পারেনি বীজপুর থানার পুলিশ। কিন্তু অবশেষে ধরা পড়েছে পিন্টু। বীজপুর থেকে বহুদূর জলপাইগুড়িতে সে ধরা পড়ে। বিগত এক মাস ধরেই পিন্টু শর্মার খোঁজ চলছিল। জানা গেছে, মোবাইল টাওয়ারের সূত্র ধরেই পুলিশ জানতে পারে পিন্টু জলপাইগুড়িতে রয়েছে। সেইমত জলপাইগুড়ির কোতোয়ালী থানায় খবর যায়। গত সোমবার অর্থাৎ ১৮ই নভেম্বর কোতোয়ালি থানার পুলিশ জলপাইগুড়ির হাসপাতাল পাড়ার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বীজপুর থানা থেকে জানা গেছে, মঙ্গলবার মূল অভিযুক্ত পিন্টু শর্মাকে জলপাইগুড়ি কোর্টে তোলা হয়।এরপরই তাকে তুলে দেওয়া হয় বীজপুর থানার পুলিশ আধিকারিকদের হাতে। পুলিশ সূত্রে এও জানা গেছে যে,পিন্টুর খোঁজে বীজপুর পুলিশের একটি বিশেষ দল গুজরাটেও হানা দেয়। কিন্তু সেখানে পাওয়া যায়নি তাকে। অবশেষে জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার হলো রাজু কুর্মি খুনের মূল অভিযুক্ত পিন্টু শর্মা। বলতে গেলে এক বড় সাফল্য পেল থানার পুলিশ।