অবতক খবর,১২ সেপ্টেম্বর: গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় হালিশহর বাগমোড়ে রানি রাসমণির নামাঙ্কিত উদ্যানে প্রকাশিত হয়ে গেল কথাছবি। এই‌ কথাছবি হলো অপরাজিতা নামক প্রতিবাদী পুস্তিকা।
এই পুস্তিকায় রয়েছে বীজপুর ও তার পার্শ্ববর্তী এলাকার ৬ জন কবি ও ৬ জন শিল্পীর আঁকা ছবি।

পাশাপাশি প্রতিবাদ জানানো হয়েছে অপরাজেয় অপরাজিতার ধর্ষণ ও নৃশংস খুনের। সুতরাং অপরাজিতার পক্ষ থেকে আবেদন করা হয়েছিল,’আপনারা যদি সুবিচার চান তবে এই অনুষ্ঠানস্থলে চলে আসুন আপনার প্রিয়জনদের নিয়ে। সংগ্রহ করুন এই প্রতিবাদী পুস্তিকা কথাছবি : অপরাজিতা।’

তাদের আবেদনে সাড়া দিয়ে বহু মানুষ সেখানে একত্রিত হয়ে এই নারকীয় ঘটনার প্রতিবাদ জানান।