অবতক খবর,১৩ সেপ্টেম্বর: আসন্ন শারদীয়া উৎসবে বিধি নিষেধ মেনে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু ভাবে দুর্গাপুজো সম্পন্ন করতে বৃহস্পতিবার রাতে স্থানীয় কৃষ্টি অডিটোরিয়ামে প্রশাসনিক সমন্বয় বৈঠক করল নিউ বারাকপুর থানার পুলিশ। নিউ বারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার বৈদ্যের উদ্যোগে প্রশাসনিক আলোচনা সভায় বিভিন্ন দুর্গাপুজো মন্ডপে গাইড লাইন তুলে ধরে থানার আইসি নির্দেশিকা তুলে ধরেন ।

থানা, পুরসভা, হাসপাতাল, বিদ্যুৎ এবং অগ্নিনির্বাপণ দপ্তরের জরুরী আপৎকালীন পরিষেবা নম্বর তালিকা মন্ডপে বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সেফ ড্রাইফ সেভ লাইফ, নারী পাচার, সাইবার সচেতনতা মূলক মাইকিং প্রচারভিযান করতে হবে। পাশাপাশি মন্ডপে ডিজে নিষিদ্ধ।উপস্থিত ছিলেন ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি, পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতে প্রধান রীনা দাস, সহ সোদপুর সাব ট্রাফিক গার্ড, বিশরপাড়া জিআরপি আউটপোস্ট, দমকল ও অগ্নিনির্বাপণ দপ্তরের আধিকারিক রা সহ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি রা।

উল্লেখ্য এবছর নিউ বারাকপুর থানার অধীনে ৯০ টি ক্লাব সংগঠন সার্বজনীন দুর্গাপুজো কমিটি পুজো করছে এর মধ্যে মহিলা পরিচালিত পুজো ১২ টি।

এদিন গত বছর শারদ সন্মান প্রাপক ক্লাব সংগঠন গুলিকে এবং বিচারক দের পুরষ্কৃত করা হয় ।