অবতক খবর,১৪ সেপ্টেম্বর: বাঙ্গালীদের শ্রেষ্ঠ দূর্গোৎসবের কথা মাথায় রেখে শনিবার বিকেলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত

শিবদাসপুর থানার অফিসার ইনচার্জ সমীর দাসের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রাক দুর্গাপূজো সমন্বয় বৈঠক। এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পার্থরঞ্জন মন্ডল, ট্রাফিক ইন্সপেক্টর (নর্থ)কুতুবউদ্দিন বখতিয়া, কাঁপা এসডিজির ট্রাফিক ওসি হিতুলাল সরকার, ব্যারাকপুরে- ১ এর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকার, শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অলকা দাস, মামুদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিক্ষক অশোক কুমার হালদার, সমাজসেবী সুরঞ্জন মালাকার সহ স্থানীয় পজোকমিটির সদস্যবৃন্দরা ছাড়াও দমকল, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

এই সমন্বয় বৈঠকের সঞ্চালনা করেন শিক্ষক শোভনলাল রাহা।
সমন্বয় বৈঠক থেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার নির্দেশ অনুযায়ী দুর্গাপুজো কমিটি গুলিকে অনলাইন ফর্ম ফিলাপের নির্দেশনামা তুলে ধরা হয়।