অবতক খবর,২২ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মণ্ডল পূর্ব বর্ধমান: অন্ধ্রপ্রদেশের কাজ করতে গিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা সোনাচুরির অভিযোগে মন্তেশ্বর থানার ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের গুনটুর থানার যৌথ পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । ধৃত জিন্নাত শেখ, মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম এলাকার বাসিন্দা।

মন্তেশ্বর থানা সূত্রে জানা গিয়েছে, জিন্না অন্ধপ্রদেশের গুন্টুর জেলা গুন্টুর থানা এলাকায় একটি সোনার দোকানে সোনা তৈরীর শ্রমিক হিসেবে কাজ করতো। কিছুদিন আগে বাড়ি ফেরে। সোনা তৈরীর কারখানার মালিক রবী কুমার গুন্টুর থানা এলাকায় জিন্নাত শেখের নামে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা সোনাচুরির অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের তদন্তে নেমে অন্ধ্রপ্রদেশ থেকে কয়েকজন পুলিশের দল মন্তেশ্বর থানায় এসে মন্তেশ্বর থানার পুলিশকে সঙ্গে নিয়ে শনিবার রাতে কুসুমগ্রাম এলাকা থেকে অভিযুক্ত জিন্নাত শেখ কে গ্রেপ্তার করেছে। ধৃতকে রবিবার কালনা আদালতে তুলে মন্তেশ্বর থানার পুলিশ কে সঙ্গে নিয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্যের পুলিশ। কালনা আদালত থেকে ধৃত কে অন্ধ্রপ্রদেশ রাজ্যের গুন্টুর থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে অন্ধপ্রদেশ রাজ্যে নিয়ে যাবে বলে জানা যায়।