অবতক খবর,৬ অক্টোবর,নববারাকপুর : নিউ ব্যারাকপুর এর বড় ও বিগ বাজেটের পুজোগুলির মধ্যে বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের পুজো অন্যতম।এবছর ৩৩ বছরে পদার্পণ করল এই পুজো।এবছর তাই ওয়ানের বৌদ্ধমন্দির তৈরি করেছে।
গতবছর এই বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের পুজোয় আস্ত এক খানা কাঁথি স্টেশন তুলে ধরেছিলো,যা দর্শনার্থীদের মন কেড়েছিলো নিউ ব্যারাকপুরের পুজো গুলির মধ্যে।এবছরও ব্যতিক্রম নয়,তাইওয়ানের বুদ্ধ মন্দির ফুটিয়ে তোলা হয়েছে,যা তৈরি হয়েছে সম্পুর্নটাই প্লাই এর উপর রঙ দিয়ে।রবিবার মহা তৃতীয়ার সন্ধ্যায় মন্ডপ এবং মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।ছিলেন পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্থানীয় পুর প্রতিনিধি তথা পুজো কমিটির সম্পাদক নীতা দে, সহ এক ঝাঁক পুর প্রতিনিধি ।বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের এই পুজো প্রতি বছরই দর্শনার্থীদের উপচে পতা ভির লক্ষ্য করা যায়,এবছর তার ব্যাতিক্রম হবে না বলেই মনে করছেন উদ্যোক্তারা।
শুধু মন্ডপ নয় এই ক্লাবের প্রতিমাতে থাকে চমক,অন্যান্য পুজো গুলি থেকে এখানকার প্রতিমা সম্পুর্ন আলাদা।প্রতিবছরের ন্যায় এবছরও কৃষ্ণনগর এর সুবোল পাল এর তৈরি দৃষ্টিনন্দন প্রতিমা এসেছে তাইওয়ানের বুদ্ধমন্দিরে।প্রতিমা প্রতিবছতের মত এবছর আলাদা থিমের,যা সকল দর্শনার্থীদের এক বাক্যে নজর কারবে।
গোটা মন্ডপ সিসিটিভি দিয়ে মুরে ফেলা হয়েছে,যা মনিটরিং সবসময় করা হচ্ছে,প্রশাসনের তরফ থেকেও বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় সম্পুর্ন সহযোগিতা করা হয় বলেই জানালেন বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের কর্ণধার অসিম দাস।