অবতক খবর,১৪ অক্টোবর: ট্রেন সফরে এক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন অমিত চক্রবর্তী নামক এক যাত্রী। কি লিখলেন তিনি? তারই ভাষায় পড়ুন বিস্তারিত
অমিত বাবু লিখেছেন,”ভারতীয় রেলে অদ্ভুত এক যাত্রা,আমি কয়েকদিন আগে শিয়ালদহ থেকে দিল্লির উদ্দেশ্যে রাজধানী এক্সপ্রেসে যাত্রা করি ,আমার টিকিট আর এ সি তে ,সারা রাত কনফার্ম তো হলই না সে ঠিক আছে কিন্ত এখানে বক্তব্য একটাই সেই কম্পাটমেনটে আর পি এফ এর জন্য একটি বাথ বরাদ্দ আছে, অথচ এই আর এ সি তে থাকা যাত্রীর জন্য সারা রাত কোনো বাথ বরাদ্দ হলো না, আচ্ছা রেল এই যাত্রা পথে অন্য সব যাত্রীর থেকে যা মুল্য নিয়েছেন আর এ সি তে থাকা যাত্রীও একই মুল্য দিয়ে যাত্রা করছেন ,এটা এক ধরনের যাত্রী পরিবহণের প্রতারণার সমান ,এই ক্ষেত্রে রেলের উচিত কনফার্ম বাথ ছাড়া আর এ সি প্রথা না রাখা, এবং আরও একটি অনুচিত যদি ওই একই বাথে একজন পুরুষ যাত্রীর সঙ্গে মহিলা যাত্রীর আর এ সি তে যাত্রা, অনেক কিছুই করছেন ভারতীয় রেল কিন্ত ভীতই যার নড়বড়ে, আমি মাননীয় রেল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি তাকে x Handel এর মাধ্যমে এখনো পর্যন্ত্য উত্তর মেলেনি,আমি চাই আপনাদের মাধ্যমেই এই খবর ভাইরাল হয়ে রেল মন্ত্রক এর কাছে পৌঁছোক । আর এ সি তে যদি যাত্রী যাত্রাই করবে তাহলে তার জন্য রেল সেই যাত্রীর থেকে চেয়ার কারের মূল্য নেবেন।”