অবতক খবর,১৯ অক্টোবর,মেদিনীপুর: রাজ্যের ৬ টি বিধানসভায় উপনির্বাচন। যার মধ্যে রয়েছে মেদিনীপুর বিধানসভাও। উপনির্বাচনের নির্বাচনী বিধির প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার থেকে। ভোটের দিন ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ১৩ ই নভেম্বর ভোট গ্রহণ, ফলাফল ঘোষণা হবে ২৩ শে নভেম্বর। শুরু হয়ে গেছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। যদিও নির্বাচন আধিকারিক তথা সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জী বলেন এবারে মনোনয়ন জমা দেওয়ার আগে ক্যান্ডিডেট কে “নো ডিউস্ সার্টিফিকেট” জমা দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভার মধ্যে মেদিনীপুর শহর মেদিনীপুর বিধানসভা। এই বিধান সভার সদর ব্লকের কিছুটা ও শালবনীর কিছুটা অংশ নিয়ে গঠিত। ১৮ ই অক্টোবর থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। যা চলবে ২৫ শে অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই প্রশাসনিক সমস্ত তৎপরতা এবং প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২৩৬ নং মেদিনীপুর বিধানসভার এবারে ভোটার ২ লক্ষ ৯১ হাজার ৬৪৩ জন। যার মধ্যে মহিলা ভোটার ১ লক্ষ ৪৮ হাজার ১০০ জন পুরুষ ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ৫৪২ জন। এবারে মোট পোলিং স্টেশন করা হয়েছে ৩০৪ টি। মোট মহিলা বুথের সংখ্যা ২ টি, সেক্টর ২৫ টি। পুরো বিধানসভায় চষে বেড়াবে ৪ টি ফ্লাইং স্কোয়াড টিম। ওয়েব কাস্টিং, CAPF ডেপ্লয়েড ১০০% করা হয়েছে। এবারে আগের বারের মতনই PWD ভোটার থাকছে ৭৮২ জন পাশাপাশি ৮৫ + বয়সের ভোটার ২৬০৭ জন। থার্ড জেন্ডার মাত্র ১ জন ভোটার। আগের বারের মতো এবারেও VVPAT থাকছে ৫৯৪ টি, CU – ৫৯৩, BU – ৬০৬ টি। প্রতিবারের মতন এবারেও হেল্পলাইন থাকছে ১৯৫০ নম্বর।