অবতক খবর,২১ অক্টোবর: চলছে পূর্ণিমার কোটাল,সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঢুকছে নোনা জল, কখনো নদী বাঁধ ভেঙে, কখনো নদী বাঁধ উপছে।

এবার সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা নিজের গড়ে নদীর লোনা জল ঢুকলো দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের চক ফুলডুবি এলাকায়। চাষের জমি পানের বরজ পুকুরের মাছ ক্ষতি হওয়ার আশঙ্কায় আতঙ্কিত চাহিরা। প্রায় ৫০ বিঘার মত নোনা জল ঢুকলো। খবর পেয়ে ঘটনাস্থলে খতিয়ে দেখতে প্রশাসনিক আধিকারিকরা।

চাষীদের আশঙ্কা লোনা জলে তাদের সবুজ হয়ে থাকা ধান গাছগুলো চুয়ে হলুদ হয়ে যাবে পান গাছে আসবে রোগ।

বিজেপির কনভেনার এই নিয়ে মন্ত্রী বঙ্কিম হাজারাকে কটাক্ষ করতে ছাড়েনি।