অবতক খবর,২৩ অক্টোবর: নির্বাচন কমিশনারের নির্দেশ অনুসারে সারা রাজ্যে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে। শাসক ও বিরোধী দলের পক্ষ থেকে ইতিমধ্যেই উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে মাঠে নেমে পড়েছে। শাসক তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নৈহাটি পৌরসভার সিআইসি সনৎ দে কে মনোনয়ন দিয়েছে।
বিরোধী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্রকে মনোনয়ন দিয়েছে।
বুধবার অপরাহ্নে বারাকপুরের মহকুমা শাসকের দপ্তরে গিয়ে বিজেপি প্রার্থী রূপক মিত্র তার মনোনয়নপত্র দাখিল করেন।বিজেপি প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সহ একাধিক বিজেপির নেতৃত্ব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী রূপক মিত্র বলেন সাধারণ মানুষ ভোট দিতে পারলে তাদের জয় নিশ্চিত। তার পাশাপাশি প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন সমস্ত তৃণমূলের দুর্নীতির আখড়া পার্থ ভৌমিকের পরে বলে শাসকদলের প্রার্থীকে নিশানা করতেও ছাড়লেন না অর্জুন সিং। মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে বলে অর্জুন জানান।