অবতক খবর,২৪ অক্টোবর: ধেয়ে আসছে দানা । বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার প্রশাসন রয়েছে সজাগ। সেই রকম কোনো সতর্কতা জারি না হলেও আতঙ্কিত রয়েছে চাষীরা। আমরা পৌঁছেছিলাম পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক এ।
সেখানে কিছু চাষী দশ কাটা জমিতে করেছে বেগুন চাষ। ইতিমধ্যেই ১৪-১৫ হাজার টাকা খরচ হয়ে গেলেও ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় দানা। আতঙ্কিত তারা, কোনোভাবেই যাতে ফলন্ত গাছ নস্ট না হয়ে যায় তার মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সকাল থেকেই। দড়ি, বাঁশের বাতা দিয়ে মজবুত করে বাঁধা হচ্ছে গাছ। কি বলছেন আতঙ্কিত চাষী শুনবো।