অবতক খবর,২৪ অক্টোবর: সুগার ফ্রি ধান চাষ করে তাক লাগিয়েছেন রানিতলা থানা এলাকার এক যুবক, হ্যাঁ ঠিকই শুনছেন?, এমনই ধান চাষ করে তাক লাগিয়েছেন প্রত্যন্ত গ্রামের যুবক ভাই।
জানাযায় এই ধানের বীজ তিনি নিয়ে এসেছিল কেরালা থেকে, মাত্র এক কিলো ধানের বীজ সকলের ঘুম কেড়েছে।, কারণ এই ধান দেখতে হাজার হাজার মানুষের ঢল নামছে, যদিও এই ধান ক্যাডবেরি ধান নামেও পরিচিত, এমনই ধান চাষ হয়েছে, মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার পত্যন্ত এলাকা কোলান , আর সেই কোলানের মাটিতেই ধান চাষ করে তাক লাগিয়েছেন ভাইটি।
তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমার দীর্ঘদিনের আশা, আমি মানুষের মধ্যে নতুন কিছু ফসল নিয়ে আসবো, কিন্তু শুধুমাত্র আর্থিক সমস্যার জন্য আমি সফল ফলাতে পারিনি, তবে গত বেশ কয়েক বছর আগে , আমি বর্ধমানে কাজে যাই, আর ওখানে কাজে গিয়ে আমার মালিকের বাড়িতে দেখেছিলাম, এখান থেকেই ধানের বীজ নিয়ে এসে আমার জমিতে আমি লাগিয়েছি, তবে ধান চাষটি খুব সুন্দর ভাবে আমি সম্পূর্ণ করতে পেরেছি, তাই আমি চাইবো আরো যেন মানুষের মধ্যে, নতুন নতুন ফসল তুলে ধরতে পারি, তার জন্য সরকারের কাছে আমার করুন আরজি, সরকার যেন আমাকে কিছু কীটনাশক দিয়ে সহযোগিতা করে, এ বিষয়ে এক এলাকাবাসী বলেন, মুর্শিদাবাদ আমাদের ঐতিহাসিক জায়গা।
আর এই জায়গাতেই নতুন ফসল ফলিয়ে তাক লাগিয়েছে গ্রাম এলাকার এক ভাই, আমরা অত্যন্ত খুশি, কারন আমরা কোনদিন এই ধান দেখিনি।