অবতক খবর,২৪ অক্টোবর: আচমকাই উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর মহকুমার নৈহাটি ৬, নম্বর বিজয়নগরের দাসপাড়ায় আচমকাই দুপুরবেলায় ইলেকট্রিকের হাই ভোল্টেজ হয়ে যাওয়া দরুন স্থানীয় ৩০ থেকে ৩৫টি বাড়িতে ইলেক্ট্রিকের সরঞ্জাম পুড়ে যায় ,স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সময় মতোন ইলেকট্রিক সাপ্লাইয়ের লোকেদের খবর দিলেও তারা এসে পৌঁছায়নি।
স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে রাস্তায় টায়ার জালিয়ে নৈহাটি হাবরা রোড ঘনটা তিনেকের মতোন পথ অবরোধ করে। খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ এসে পড়লেও কার্যত পুলিশ কে অসহায় অবস্থায় দারিয়ে থাকতে দেখা যায়।
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ তাদের বাড়ির টিভি ,ফ্রিজ ,ফ্যান সহ বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস পুড়ে যাওয়ার জন্য তাদেরকে ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে পথ অবরোধ করে বলে তারা জানান।
যদিও অবরোধকারীরা বেশ কিছুক্ষণ পথ অবরোধ হবার পর ইলেকট্রিক সাপ্লাইয়ের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুড়ে যাওয়া ইলেকট্রনিক্স জিনিস গুলোর নামের তালিকা প্রস্তুত করতে দেখা যায়। পরে অবশ্য ঘন্টা তিনেক পর অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেয়।