অবতক খবর,২৬ অক্টোবর,কেশপুর, পশ্চিম মেদিনীপুর: বন্যার প্রকোপ কাটিয়া উড়তে না উঠতেই আবারও ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিবৃষ্টি। আর রাতভর বৃষ্টির ফলে জলমগ্ন গোটা এলাকা। ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে কেশপুর ব্লকের কয়েকশ বিঘা ধান চাষ। ফলে চিন্তায় চাষিরা! সারা বছরের রুজি রোজগারের প্রধান চাষ ধান!
আর সেই ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে সারা বছর কিভাবে সংসার চালাবে ভেবেই পাচ্ছেন না কেশপুর ব্লকের গোহড়িয়া, এলুনি সহ বিভিন্ন এলাকা চাষীরা। চিন্তামগ্ন চাষিরা সরকারের কাছে কাতর আর্জি জানাচ্ছে সাহায্য করার। এই অবস্থায় সরকারি সাহায্য ছাড়া কোনভাবেই আগামী দিন সংসার চালানো সম্ভব নয় বলে ও জানান তারা।
শুক্রবার রাতভর বৃষ্টির ফলে ক্ষতি হয়েছে চাষির জমি থেকে শুরু করে সবজি এবং বাড়িঘরেরও। কোথাও কোথাও আবার যাতা তো বন্ধ হয়ে গেছে সাকো ভেঙে যাওয়ায়। এমত অবস্থায় সরকার যদি বিমারের টাকা ছাড় করে এবং কিছু আর্থিক প্যাকেজ ঘোষণা করে তবেই ঘুরে দাঁড়ানো সম্ভব কেশপুরের চাষীদের।