অবতক খবর,২৭ অক্টোবর: এই ডিঠা ভান্ডানী পূজা অনুষ্ঠিত হয় লক্ষী পূজার পর অষ্টমী তিথিতে, এই পূজাকে কেন্দ্র করে বসে তিনদিন ব্যাপী মেলা,এই পূজা প্রথম প্রতিষ্ঠাতা করেন কেরকেরু রায় ওরফে ডিঠা ১৯৪৯ সালে।
এবছর পূজা ও মেলার ৭৫ তম বর্ষ, শুক্রবার পূজা হলেও, মেলার শুভ উদ্বোধন হল শনিবার, এই দিন ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করা হয়।জানা যায় আগামী সোমবার পর্যন্ত এই মেলা চলবে, আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক,ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়,বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, স্থানীয় পঞ্চায়েত রুমা রায়, শিক্ষক মানবেন্দু রায়, সহ পূজা কমিটির সকল সদস্যরা।পুজো কমিটির সদস্য সঞ্জয় রায় বলেন, এই ডিঠা ভান্ডানী পূজা ও মেলা আমাদের এলাকার মানুষদের আবেগ।
সকলেই এই পূজা ও মেলাকে কেন্দ্র করে উসবের চেহারা নেয়। প্রতি বছর এখানে লক্ষ্মী পূজার পর অষ্টমী তিথিতে পূজিত হয় ও তিন দিন ব্যাপি মেলার আসর বসে, আজকে আমরা মেলার শুভ উদ্বোধন করলাম এবং বিশিষ্টদের সংবর্ধনা জ্ঞাপন করলাম এবং এই মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত।