অবতক খবর,২৯ অক্টোবর: বীজপুর বিধানসভার অন্তর্গত বীজপুর থানার পক্ষ থেকে এক অনন্য উদ্যোগ নেওয়া হল বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে। কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুলে বীজপুর থানার পক্ষ থেকে বিজয়া সম্মিলনী আয়োজন করা হলো। শহরের যে সমস্ত ক্লাব দুর্গাপুজোর আয়োজন করেছিল সেই সমস্ত ক্লাবের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী সহ সকল কাউন্সিলররা।
বীজপুর থানার পক্ষ থেকে ক্লাব কর্তৃপক্ষদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং সদস্যদের মিষ্টি মুখ করানো হয়। শুধু তাই নয়,এই দুর্গা পুজোয় সেরা মণ্ডপ,সেরা প্রতিমা,সেরা আলোক সজ্জা যারা করেছিলেন তাদেরকে সংবর্ধিত করা হয়। সেরা মন্ডপ সজ্জা বিশ্বনাথ স্মৃতি সংঘ, সেরা প্রতিমা নবাঙ্কুর ক্লাব, আলোক সজ্জায় সেরার সেরা হয়েছে মিলন নগর ইউথ অ্যাসোসিয়েশন। পাশাপাশি যারা বিসর্জনের শোভাযাত্রা সুন্দরভাবে আয়োজন করেছিলেন তাদেরকেও সংবর্ধিত করা হয়। যে সকল মহিলা দ্বারা পরিচালিত পুজো অনুষ্ঠিত হয়েছিল তাদের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।।
এ প্রসঙ্গে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী বলেন, আমার বিধানসভায় বীজপুর থানা যেভাবে কাজ করে চলেছে মানুষের জন্য তাতে আমি এবং আমরা অত্যন্ত খুশি।
অন্যদিকে কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী বলেন, পুলিশের বিরুদ্ধে মানুষের বিভিন্ন অভিযোগ থাকে। কিন্তু বর্তমানে বীজপুর পুলিশের যে ভূমিকা তাতে সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে মনে হয়। তারা যেভাবে প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে চলেছেন তা সত্যিই প্রশংসনীয়।
বীজপুর থানার এহেন উদ্যোগে খুশি শহরের বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ তারা জানান যে, আমাদের আরো ভালো পুজো করার উৎসাহ দ্বিগুণ হলো।