অবতক খবর,৩ নভেম্বর: জলের পাম্প মেশিনের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হল বছর ৩১ এর এক মহিলার। মৃতার নাম লতা অঙ্কুর। মৃতার বাড়ী দুবরাজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নামো পাড়ায়। তবে ঘটনাটি ঘটেছে শনিবার বৈকালে দুবরাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধাক্কা মোড়ে শ্যামল গড়াই এর বাড়িতে।

জানা যায়, প্রতিদিন রুটিন মাফিক এদিনও শ্যামল গড়াই এর বাড়িতে কাজে এসেছিলেন লতা অঙ্কুর। তিনি শ্যামল গড়াই এর বাড়িতে কাজকর্ম করছিলেন। তখন পাম্প মেশিন থেকে ওভার হতে শুরু করে। তড়িঘড়ি তিনি জলের পাম্প মেশিন বন্ধ করতে যান এবং তখনই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। গৃহকর্তী সোনালি গড়াই তাঁকে দুধ করে খাওয়ান। তারপর দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে এলে লতা অঙ্কুরের মৃত্যু হয় বলে জানা যায়। লতা অঙ্কুরের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

তাদেরকে মানুষ করার জন্য এবং স্বামী অসুস্থ থাকায় তিনি লোকের বাড়িতে কাজকর্ম করে সংসার নির্বাহ করতেন বলে জানান তাঁর স্বামী মণ্টু অঙ্কুর। গৃহকর্তী সোনালি গড়াই জানান, বিগত দেড় বছর ধরে আমার বাড়িতে কাজ করত লতা। কিন্তু এদিন আমি বাথরূমে ছিলাম। তারপর বিকট আওয়াজ শুনে বাইরে বেরোতেই দেখি লতা মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছে। তাই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আসি।

কিন্তু এখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ছুটে আসেন লতা অঙ্কুরের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এলাকায় নেমেছে শোকের ছায়া। মৃতদেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।