অবতক খবর,৬ নভেম্বর: সারাদেশ জুড়ে ছটপুজো নিয়ে মাতোয়ারা। ইতিমধ্যেই ছট পুজোয় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল দুপুরে গঙ্গার ঘাটে ছটব্রতিরা উপস্থিত হয়ে পূজা অর্চনা সারবেন।।

ছটপুজো উপলক্ষে ব্যারাকপুর লোকসভার কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে রঞ্জন কর্মকার ,গুড্ডু সাউ , উমেশ সিং ,জিতু সাউ, রঞ্জন কেশরীর উদ্যোগে নৈহাটি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের স্থানীয় ছটব্রতিদের হাতে নতুন বস্ত্র ও নারকেল তুলে দেওয়া হল। অলিতে গলিতে গিয়ে ছটব্রতি মায়েদের হাতে নতুন বস্ত্র, নারকেল ফল তুলে দেওয়ার পাশাপাশি পায়ে হাত দিয়ে প্রণামের মাধ্যমে আশীর্বাদ প্রার্থনা করতে দেখা গেল।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাউন্সিলার রঞ্জন কর্মকার সহ সমাজসেবী উমেশ সিং উভয়েই জানান প্রতিবছরের ন্যায় এবারেও সাংসদের নির্দেশে ছটব্রতীদের নারকেল ও নতুন বস্ত্র তুলে দেওয়া হল। ছটব্রতিরাও নতুন শাড়ি ও নারকেল পেয়ে তারা বেজায় খুশি