অবতক খবর,১৬ নভেম্বর: রূপনারায়ানপুর বনদপ্তরের ভিতরে খাঁচার মধ্যে থাকা বেশ কয়েকটি বাদ্রি পাখির মৃত্যু।জানা যায় যে এই পাখি গুলিকে রানীগঞ্জের এক জায়গা থেকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা।তাদের খাঁচার মধ্যেই রাখা হয়েছিলো বন দপ্তরে।
তবে আসানসোল(টি)রেঞ্জ আধিকারিক তমালিকা চাঁদ বলেন রানীগঞ্জ থেকে অনেক গুলি বাদ্রি পাখি সহ টিয়া পাখি উদ্ধার করা হয়েছিলো।যার মধ্যে বেশ কয়েকটি পাখি শতাব্দী পার্ক ও গুঞ্জন পার্কে ছাড়া হয়েছিলো।কিন্তু কয়েকটি পাখি বন দপ্তরে ছিলো সেই গুলি হঠাৎ মারা যায়।তাদের প্রতিটি ময়না তদন্ত করা হবে।তার পাশাপাশি একটি বাঁদর ও রয়েছে যার অবস্থা খারাপ তার চিকিৎসা করানো হচ্ছে বলে তিনি জানান।