অবতক খবর,২২ নভেম্বর,মালদা:- দলবল নিয়ে এক বৃদ্ধের জমি দখল করতে গিয়ে এলাকাবাসীর কাছে গণধোলাই মন্ত্রীর ভাই তথা দাপুটে নেতার ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যকে। সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। ভিডিও সামনে আসতেই অস্বস্তিতে তৃণমূল। নিজের জমি বাঁচাতে প্রতিরোধ করেছি দাবী বৃদ্ধের।
সমগ্র ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণে বিজেপি। বিরোধীদের চক্রান্ত সাফাই তৃণমূলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রের খবর ওই এলাকার বাসিন্দা দিল মহম্মদের জমি দলবল নিয়ে দখল করতে গেছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বাবলু কর্মকার। যিনি এলাকায় মন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মু রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত।
সূত্রের খবর জম্মুর মদতেই বাড়বাড়ন্ত বাবলু কর্মকারের। তার অঙ্গুলিলেহনেই চলছে বিভিন্ন জায়গায় জমি দখল। এদিকে বাবলু দলবল নিয়ে দিল মহম্মদের জমি দখল করতে গেলে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলেন। শুরু হয় ধাক্কাধাক্কি। প্রতিরোধের মুখে এলাকা ছাড়েন বাবলু কর্মকার। সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে। “যদিও ভিডিওর সত্যতা যাচাই করিনি সংবাদ মাধ্যম”।
অভিযুক্ত বাবলু কর্মকার এই নিয়ে কোন প্রতিক্রিয়া দিতে চান নি। গুল মোহাম্মদের দাবি তিনি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করেন। তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে।প্রাণ থাকতে তিনি জমি দখল করতে দেবেন না। বিজেপির অভিযোগ এই ভাবেই চারিদিকে তৃণমূল নেতারা মানুষের জমি বাড়ি দখল করছে। দুষ্কৃতীরাজ চালাচ্ছে। অন্যদিকে ব্লক তৃণমূলের দাবি ঘটনাটি পুরনো সেটি ভাইরাল হয়েছে। যদি কোন সমস্যা থাকে প্রশাসন দেখবে। বাকিটা বিরোধীদের চক্রান্ত। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।