অবতক খবর,২৪ ফেব্রুয়ারি:বাগমোড় ব্যবসায়ী সমিতির সভাপতি ইকবাল সিং প্রয়াত হলেন ২২ ফেব্রুয়ারি।
তিনি হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হন,বুকে ব্যাথা অনুভব করতে থাকেন। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি প্রয়াত হন।
ইকবাল সিং দীর্ঘ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছিলেন। তিনি পাঞ্জাবি হলেও বাঙালিদের সঙ্গে যেভাবে আচরণ, কথাবার্তা বলতেন তাতে তাকে আমাদের নিজেদের মানুষ বলেই মনে হতো। চালচলন,আচার আচরণে, বাক্যালাপে তিনি ছিলেন মানুষের মনকাড়া লোক।
তিনি সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে সমাজকর্মী বলা যায়। তাঁকে বলা যায় একজন মানবাধিকার অধিকার কর্মী। তিনি সিপিডিআর সংগঠনের সদস্য ছিলেন। সম্প্রতি সিপিডিআর কর্তৃক আজাদ হিন্দ ফৌজের ৭৫তম বার্ষিকী পূর্তি অনুষ্ঠানে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তাঁর প্রয়াণে বাগমোড় ব্যবসায়ীর সঙ্গে সঙ্গে অঞ্চলের লোকজন শোকাহত।