অবতক খবর,১৬ ডিসেম্বর: আজ ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে আজকের দিনে ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধার দ্বারা পাক অধিকৃত বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। প্রতিবছরের ন্যায় এ বছরও এই বিশেষ দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়।

এদিন ব্যারাক স্কয়ারের পশ্চিম দিকে শহীদ মিনারে পুষ্পস্ত স্তবক দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবস পালন করা হলো। ইন্দ্রপ্রস্থ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে এই শহীদ মিনারে পৌঁছানো হয় এবং মাল্যদান করা হয়। ভারতীয় জাতীয় সেনা দল ছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। একাত্তরের যুদ্ধে যে সকল সেনানিরা অংশগ্রহণ করেছিলেন তাদের পরিবার ও যারা বর্তমানে জীবিত রয়েছেন তারাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তারা জানালেন সেই শিহরণ কারী দিনের কথা।

বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দেখে তারাও উদ্বেগ প্রকাশ করলেন তবে সেনাবাহিনী কখনো রাজনীতির সাথে যুক্ত নয় একদিন বাংলাদেশ স্থিতিশীল হবে এবং আবারও সকলের সমন্বয়ে থাকবেন বলে জানালেন। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরীও বাংলাদেশের অস্থির অবস্থায় উদ্বেগ প্রকাশ করলেন। তবে দৃরতার সাথে ভারতের অবস্থান জানালেন।